Headteacher Job Circular 2022 Has Been Published. Border Guard Bangladesh (BGB) job circular publish now. Those Who wants to join this requirement can apply on this circular. We publish all information of this job. We publish Border Guard Bangladesh (BGB) Job circular on our website. And get more gov and non-govt job circular in Bangladesh on our website.
priamry assistant teacher circular,govt primary job circular,bd job circular 2022,primary teacher job circular 2021,new job circular 2022,govt job circular 2022,primary job circular 2020,teacher circular 2022,primary school teacher job circular 2020,primary school teacher job circular 2021,primary job circular 2021,primary teacher job circular 2020,bihar head teacher online form 2022,ntrca job circular 2022,bd govt job circular 2022
Headteacher Job Circular 2022
Post Name: সহকারী প্রধান শিক্ষক
Published on: 24 April, 2022
Application Deadline: 4 May 2022
Vacancy: N/A
Description
- কুষ্টিয়া সেক্টরের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Educational Qualification:
- (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান।
- (খ) সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য হবে না।
- (গ) মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও নীতিমালা-২০২১ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসাবে এমপিও ভুক্ত পদে সর্বমোট ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
Additional Requirements
- কাঙ্খিত গুনাবলী: সুশৃংখল, নেতৃত্বদানে সক্ষম, আত্মনিবেদিত ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
Job Location
কুষ্টিয়া
Salary
- বেতন ভাতা: গ্রেড-৮ (২৩,০০০ – ৫৫,৪৭০) এবং স্কুল কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতাদি প্রদান করা হবে।
Compensation & Other Benefits
- পদোন্নতির সুযোগ: প্রধান শিক্ষকের অবসরের পর সহকারী প্রধান শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করার সুযোগ থাকবে।
Jobs Source: online
Apply Instruction
আবেদনের শর্ত সমূহ: (ক) আগ্রহী প্রার্থীদের পূর্ণ বায়োডাটা মোবাইল নাম্বার উল্লেখ সহ আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, প্রথম ও সর্বশেষ এমপিও কপি, নাগরিকত্ব সনদ, সত্যায়িত তিন কপি রঙ্গিন সদ্যতোলা ছবি, সোনালী ব্যাংক মিরপুর শাখা, কুষ্টিয়া এর অনুকুলে ১০০০/- (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট সহ আবেদনপত্র সভাপতি বরাবর দাখিল করতে হবে। (খ) অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। (গ) পরিক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্র ইস্যুর মাধ্যমে জানানো হবে। (ঘ) প্রার্থীকে কোন টিএডিএ প্রদান করা হবে না এবং (ঙ) নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।আবেদনের শেষ তারিখ: আগামী ০৯ মে ২০২২ ইং তারিখের মধ্যে (সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১৫.০০ ঘটিকা) পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, প্রযতেœ, কমান্ডিং অফিসার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মিরপুর, কুষ্টিয়া।
সভাপতি
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ
এবং
কমান্ডিং অফিসার,কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মিরপুর, কুষ্টিয়া।